লেভানদোভস্কির জোড়া গোলে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো সমানে সমানে। শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শেষ পর্যন্ত জোড়া গোলের আলো ছড়ালেন রবের্ত লেভানদোভস্কি।
লা লিগার প্রথম রাউন্ডে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হুগো দুরো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা।
শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুমের পর শাভি এর্নান্দেসের জায়গায় বার্সেলোনার কোচের দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে।