ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্ট খেলতে আগামীকাল জর্ডান যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত ২৩ জুন ও ৫ জুলাই অনুষ্ঠেয় এএফসি ওমেন্স এশিয়া কাপ বাছাইয়ের আগে দলের শক্তিমত্তা ঝালাই করতেই এই প্রীতি সিরিজ খেলতে যাচ্ছেন নারী ফুটবলাররা।
এএফসি ওমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে মিয়ানমার বাহারাইন ও তুর্কমেনিস্তান।
২৩ সদস্যের দলে ডাক পেয়েছেন নয় বিদ্রোহী ফুটবলার। এরা হলেন রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা।
গত ৩১ জানুয়ারী কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চাননা বলে বিদ্রোহ করেন ১৮ নারী ফুটবলার। তবে ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। পরবর্তীতে তাদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে খেলতে চায় আফঈদা খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ দল।
সামনে এএফসি ওমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের জন্য জাতীয় দলে বিদ্রোহী ফুটবলারদের মধ্যে সাফজয়ী ৫ নারী ফুটবলারদের বাইরে রেখেই অনুশীলন শুরু করেন কোচ পিটার বাটলার। ফলে জর্ডানগামী দলে স্বাভাবিকভাবেই জায়গা পাননি সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার।
এই সফরে তিন নতুন মুখ হলেন গোলকিপার ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।
২৩ সদস্যের বাংলাদেশ দল:
গোলকিপার: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















