এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এ লক্ষ্যে আজ (২৮ ফেব্রুয়ারি) অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা।
সন্ধ্যা ৭টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে ২৭ ফুটবলার রিপোর্ট করেছেন। এসময় হেড কোচ হ্যভিয়ের ক্যাবরেরাসহ কোচিং স্টাফের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ছাড়াও ফাহমেদুল এই মুহুর্তে সৌদি আরবে অবস্থান করছেন। সাদ উদ্দিন আগামীকাল ক্যাম্পে যোগ দিবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দিনের অনুশীলন শুরু হবে।