জাতীয় দলে ফিরছেন লেভানডফস্কি

জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন রবার্ট লেভানডফস্কি। পোল্যান্ডের নতুন প্রধান কোচ ইয়ান আর্বান জানিয়েছেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ড আবারও দেশের হয়ে মাঠে নামতে আগ্রহী।

আগের কোচ মিখাউ প্রোবিয়েজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে কিছুদিন জাতীয় দল থেকে দূরে ছিলেন লেভানডফস্কি। চলতি বছরের শুরুতে প্রোবিয়েজ তার কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দেন পিতর জেলিনস্কিকে। এরপর পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৮৫ গোল) জাতীয় দলের খেলা থেকে নিজেকে সরিয়ে নেন।

তবে জুনে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হারের পর সমালোচনার মুখে পদত্যাগ করেন প্রোবিয়েজ। তার জায়গায় জুলাইয়ে দায়িত্ব নেন ইয়ান আর্বান, যিনি দায়িত্ব নিয়েই লেভানডফস্কিকে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু করেন।

বর্তমানে বাছাইপর্বে পোল্যান্ড তৃতীয় স্থানে আছে—শীর্ষে থাকা ফিনল্যান্ডের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে এবং সমান পয়েন্টে থাকা নেদারল্যান্ডসের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে, যদিও নেদারল্যান্ডসের হাতে একটি ম্যাচ বেশি বাকি।

নতুন কোচ বলেন, “রবার্টের সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কি ফিরতে চায়। সে বলেছে—হ্যাঁ। অর্থাৎ আমরা ইতিমধ্যেই একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছি।”

২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক ছিলেন লেভানডফস্কি। তার নেতৃত্বে দল খেলেছে ইউরো ২০১৬ থেকে ইউরো ২০২৪ পর্যন্ত টানা পাঁচটি বড় টুর্নামেন্টে। তবে আর্বান স্পষ্ট করে জানিয়েছেন, অধিনায়কত্বের বিষয়টি এখনই নিশ্চিত নয়; বিষয়টি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

আর্বান বলেন, “আমি শুধু রবার্টের সঙ্গেই নয়, পিতর জেলিনস্কি এবং দলীয় সিনিয়রদের সঙ্গেও আলোচনা করব। সিদ্ধান্ত আমার হলেও তাদের মতামত গুরুত্ব পাবে।”

পোল্যান্ড আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে, আর ৭ সেপ্টেম্বর খেলবে ফিনল্যান্ডের বিপক্ষে।

Exit mobile version