নেশন্স লিগে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা আসল স্পেন শিবিরে। দলের তরুণ তারকা লামিনে ইয়ামালকে পাচ্ছে না দলটি। পায়ের পেশিতে টান পড়ায় চোটের ঝুঁকি এড়াতে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বার্সার উইঙ্গারকে।
গত শনিবার নিজেদের মাঠে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জয় পায় তারা। তবে ম্যাচের ৯৩তম মিনিটে ইয়ামালকে তুলে নেন স্পেন কোচ। এরপর এমআরআই স্ক্যানের পর ইয়ামালের পেশিতে টান লাগার কথা জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে চোটের ঝুঁকি এড়াতে তাকে দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসবে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে শীর্ষে স্পেন।