জানা গেলো কলম্বিয়ার সমর্থকদের সাথে উরুগুয়ের খেলোয়াড়দের সংঘর্ষের কারণ

শেষ বাজিটা বেজে গেছে। উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া। তবে হঠাৎ করেই সবার চোখ মাঠের এক প্রান্তের গ্যালারিতে। যেখানে দেখা যাচ্ছে কলম্বিয়ান সমর্থকদের সাথে হাতাহাতিতে ব্যস্ত উরুগুয়ের খেলোয়াড়রা। কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচশেষে এমন বাজে দৃশ্যই আজ দেখা গেলো যুক্তরাষ্ট্রের শার্লোটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে।

যেখানে দেখা যায় এই মারামারিতে বেশ উত্তেজিত ছিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার দারউইন নুনিয়েজ। একের পর এক ঘুষি মেরেছেন কলম্বিয়ার সমর্থকদের। যদিও তাঁর বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

এ সময় নুনিয়েজের সাথে থেকে ঘুষি মেরেছেন উরুগুয়ে সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহোও। যদিও চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর সূত্রানুসারে, উরুগুয়ে দলের খেলোয়াড়দের বেশ কিছু আত্মীয়-স্বজন গ্যালারির ওই অংশে ছিলেন। তারা বাজে আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ওঠার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত।

Exit mobile version