জাপানের টানা দ্বিতীয় জয়

অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ

অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে জাপান। গত রাতে তারা চিলিকে ২-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে।

জাপানের পাশাপাশি ‘এ’ গ্রুপে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছে ২-১ গোলে। তারা হারিয়েছে মিসরকে। এদিকে ‘বি’ গ্রুপের দুটো খেলাই ড্র হয়েছে। এক ম্যাচে পানামা ও ইউক্রেন ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। আর প্যারাগুয়ে ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ড্র’র ফলে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে রয়েছে ইউক্রেন ও প্যারাগুয়ে।

এদিকে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ব্রাজিল ড্র করায় আজকের ম্যাচটি তাদের জন্য কঠিন এক লড়াই। তবে ম্যাচটি তাদের জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে। কেননা মরক্কো প্রথম ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। তারা প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়েছে।

এদিকে প্রথম ম্যাচে জয় পেয়ে ‘ডি’ গ্রুপে দারুণ স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের বিচারে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলবে যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইতালির কাছে হারায় তাদের ভান্ডার এখন শূন্য। পরবর্তী রাউন্ডে উঠতে আজ তাদের জয়টা খুব জরুরি।

Exit mobile version