ক্লাব বিশ্ব কাপে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল তারা পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের এটা প্রথম জয়। স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেছেন জুডে বেলিংহাম, আরদা গুলার ও ফেডেরিকো ভালভার্দে।
এক জয়ে দুই ম্যাচ শেষে ‘এইচ’ গ্রুপে নেতৃত্বে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪। পাচুকা এখনো কোনো পয়েন্টের দেখা পায়নি।
বুধবার নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। তবে এদিন সব জড়তা ছুড়ে ফেলে ম্যাচের শুরু থেকেই পাচুকার ওপর ঝাঁপিয়ে পড়ে স্প্যানিশ ক্লাবটি। প্রথমার্ধেই তারা ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে বেলিংহাম ও ৪৩ মিনিটে আরদা গুলার গোল করেন। তবে ম্যাচের শুরুতেই ঘটে যায় এক অঘটন। যা রিয়াল মাদ্রিদের আনন্দ কেড়ে নিয়েছে।
ম্যাচের শুরুতে লাল কার্ডের ধাক্কা সামলাতে হয় রিয়াল মাদ্রিদকে। সপ্তম মিনিটে পাচুকার সালোমন রন্ডন গোলের দারুণ এক সুযোগ পেয়েছিলেন। দলকে বাঁচাতে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও তাকে অবৈধভাবে বাধা দিলে রেফারি কোনোরকম চিন্তা ভাবনা ছাড়াই তাকে লাল কার্ড দেখিয়ে বহিস্কার করেন। বিপদ সীমার ঠিক বাইরে এ ঘটনা ঘটে, ফলে পেনাল্টির হাত রক্ষা পায় রিয়াল মাদ্রিদ।
টানা দুই ম্যাচ হেরে পাচুকার বিদায় নিশ্চিত হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা লড়ে গেছে। একটা গোলও পরিশোধ করে তারা।৮০ মিনিটে ইলিয়াস মন্টিয়েল গোল করে ব্যবধান কমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















