১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে থাকায় ছুটি পাননি ফুটবলাররা। এমনটি ঈদের দিনও অনুশীলন রেখেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পেশাদার ক্রীড়াবীদদের কাছে এটা অবশ্য চেনা দৃশ্যই। অবশ্য সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবারের সাথে সময় কাটানোর সময় পেয়েছেন জামাল-হামজারা।
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প করা হয়েছে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ঈদের দিন সকাল ৭টায় হোটেলের কাছাকাছি মসজিদে ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের পক্ষ থেকে পাঠানো সাদা পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন।
এ সময় ফুটবলারদের সঙ্গে ছিলেন বাফুফের তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন ও ইকবাল হোসেন। নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন জাতীয় দলের ফুটবলাররা। হোটেলে ফিরে একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ফুটবলাররা। নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য ফুটবলারদের মেন্যুতে ছিল সেমাই।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আজও অনুশীলন রয়েছে ফুটবলারদের। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অনুশীলন করবেন ফুটবলাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















