টানা দ্বিতীয় বার কোপা আমেরিকার শিরোপা জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আনহেল ডি মারিয়া। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার।
ডি মারিয়া ও মুলারের মতো এবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার অলিভিয়ের জিরুও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। এবার স্পেনের বিপক্ষে সেমিফাইনালে হারে দলটি।
গত সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন জিরু। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে এই ফরাসি ফরোয়ার্ড জানায়, ‘একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’
ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা জিরু। ২০২২ বিশ্বকাপেই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী এই তারকা। অবসরের আগে সবমিলিয়ে ১৩৭ আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৭টি গোল করেছেন।