জার্সি বিক্রির আয়ে শীর্ষে বার্সেলোনা

করোনাকালীন সময় থেকেই অর্থনৈতিক সংকটে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাঁদের অর্থনৈতিক অবস্থা এতোটাই বাজে ছিলো যে লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতির মারপ্যাঁচে পড়ে তাঁদের ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে চুক্তি নবায়ন করতে পারেনি তাঁরা।

মেসি চলে যাওয়ায় একটা সময় মনে হয়েছিলো নিজেদের সেরা খেলোয়াড়কে ছেড়ে দেয়ায় কাতালানদের জার্সি বিক্রিতে ভাটা পড়বে। তবে হয়েছে ঠিক উল্টোটা। সম্প্রতি ২০২৩ অর্থবছরের আর্থিক ও বিনিয়োগ-বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে উয়েফা।

এই প্রতিবেদনের তথ্যমতে, গত বছর জার্সি ও স্মারক বিক্রি করে সবচেয়ে লাভবান হয়েছে বার্সেলোনা। নিজেদের জার্সি ও স্মারক বিক্রি করে ১৭ কোটি ৯০ লাখ ইউরো আয় করেছে স্পেনের ক্লাবটি।

এই তালিকায় বার্সেলোনার পরেই আছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি গত বছর আয় করেছে ১৫ কোটি ৫০ লাখ ইউরো। তিনে থাকা বায়ার্ন মিউনিখ ১৪ কোটি ৭০ লাখ ইউরো আয় করেছে।

সর্বোচ্চ আয় করা ১০ ক্লাবের ৫টিই ইংল্যান্ডের। দুটি স্পেনের এবং একটি করে ক্লাব জার্মানি, ইতালি ও ফ্রান্সের। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি জার্সি ও স্মারক বিক্রি করে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষ দশে নেই।

যে ক্লাবের হাত ধরে ইউরোপীয় ফুটবলে প্রথম জার্সি বিক্রি শুরু হয়েছিলো সেই লিডস ইউনাইটেড এই তালিকার ১৬ নম্বরে আছে।

Exit mobile version