মেজর লিগ সকার (এমএলএস)-এ জার্সি বিক্রির দিক থেকে আবারও শীর্ষে লিওনেল মেসি। তবে এবার এই তালিকায় একটি নতুন ও গর্বের নাম যুক্ত হয়েছে—বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৫ বছর বয়সী এই মিডফিল্ডার রয়েছেন সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় ১৮ নম্বরে।
২০২৫ মৌসুমে জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়কালের ওপর ভিত্তি করে এমএলএস স্টোরে বিক্রি হওয়া জার্সির পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্যানাটিকস। সেখানে দেখা গেছে, মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি লুইস সুয়ারেজের। আর কাভান এমন এক জায়গায় উঠে এসেছেন, যেখানে আছেন অভিজ্ঞ তারকারাও।
চমকপ্রদভাবে কাভানের জার্সি বিক্রি হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ের জিরুর চেয়েও বেশি। মাত্র ১৫ বছর বয়সে এমন জনপ্রিয়তা এমএলএস-এ এক অনন্য রেকর্ডও বটে।
এই তালিকায় ২৫ জন ফুটবলারের মধ্যে ১২টি ক্লাবের প্রতিনিধি আছেন। ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্স থেকে রয়েছেন চারজন করে। এতে বোঝা যাচ্ছে, মেসির উপস্থিতি শুধু মাঠেই নয়, মার্কেটিং দিক থেকেও এমএলএসকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
তবে মাঠের পারফরম্যান্সে এতটা সুখবর নেই মায়ামির জন্য। ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। আর পোর্তোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে মেসির হ্যামস্ট্রিং টানার খবরে উদ্বেগ ছড়ায় ভক্তদের মাঝে।
যদিও কোচ হাভিয়ের মাচেরানো নিশ্চিত করেছেন—মেসি ভালো আছেন এবং খেলবেন। এদিকে কাভানের উত্থান বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্যও এক বিশাল প্রাপ্তি।