বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সফরে তারা তিন ম্যাচের ওয়ানডে ও সম সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইরিশ মেয়েদের বিপক্ষে দল ঘোষণায় চমক দেখিয়েছেন নির্বাচকরা। দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও শারমিন আক্তারকে ফেরানোর পাশাপাশি প্রথমবারের মতো দলে ডেকেছেন ব্যাটার তাজনেহারকে।
দল ঘোষণায় বড় চমক পেসার জাহানারা আলম ও ব্যাটার শারমিন আক্তার। প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফেরা জাহানারা দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের মে মাসে।
জাতীয় দলের জার্সিতে শারমিন আক্তার শেষ ওয়ানডে খেলেন মিরপুরে ২০২৩ সালের ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুই ম্যাচও মিরপুরে অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।