জিতেই চলেছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ

লা লিগা

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা লাল কার্ড হজম করেও জয় পেয়েছে। অ্যাওয়েতে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের গোল করেন। স্বাগতিক দলের হয়ে ব্যবধান কমান মাইকেল।

নতুন মৌসুমের লিগে রিয়াল মাদ্রিদের এটা চার ম্যাচে চতুর্থ জয়। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের নেতৃত্বে তারা। কিলিয়ান এমবাপ্পে দ্বাদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিেলেন। বিরতির আগ মুহুর্তে আর্দা গুলার ব্যবধান দ্বিগুন করেন। এর আগে ৩২ মিনিটের সময় ডিন হুইসেন লাল কার্ড দেখেন। রিয়াল সোসিয়েদারের একটা নিশ্চিত গোলের সুযোগ অবৈধভাবে বাধা দেওয়ায় তাকে লাল কার্ড দেখান রেফারি।

বিরতির পর পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদ ব্যবধান কমান। এদিকে ৬৯ মিনিটে এমবাপ্পে আরো একটা গোলের সুযোগ পেয়েছিলেন। তবে গোল করতে ব্যর্থ হন। বরং একজন বেশি থাকার সুবাদে সোসিয়েদাদ বেশ কিছু আক্রমন রচনা করেছিল। কিন্তু তা থেকে তারা কোনো সুফল আদায় করতে পারেনি।

এদিকে দিনের অন্য এক ম্যাচে সেভিয়া ২-২ গোলে এলচের সঙ্গে ড্র করেছে। গেতাফে ২-০ গোলে হারিয়েছে রিয়াল ওভিয়েদোকে। আলাভেস ১-০ গোলে জয় পেয়েছে আথলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে।

পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের পর গেতাফের অবস্থান। ৯ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আথলেতিকে বিলবাও। ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। অন্যদের তুলনায় এক ম্যাচ কম খেলেছে দলটি।

Exit mobile version