টেস্ট ক্রিকেটে দারুণ একটা সপ্তাহ পার করলো ক্রিকেট ভক্তরা। প্রতি পরতে পরতে টানটান উত্তেজনা দেখলো ক্রিকেট বিশ্ব। যা টি-টোয়েন্টি বা ওয়ানডে ক্রিকেটের উত্তেজনাকে ছাড়িয়ে গিয়েছিল। বলা হচ্ছে, ইংল্যান্ড-ভারত ওভাল টেস্টের কথা। আজও শুরু হচ্ছে আর একটি টেস্ট। তবে ভারত-ইংল্যান্ড নয়, বুলাওয়াতে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
প্রথম ম্যাচে সফরকারীরা ৯ উইকেটের জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে। দুই দেশের শক্তির পার্থক্যে এটি ওভাল টেস্টের সঙ্গে তুলনীয় নয়। তেমন হওয়ার সম্ভাবনাও কম, তবে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা সবার। তবে সে সম্ভাবনাও কম।
টেস্ট ক্রিকেটে প্রায় হারিয়ে যেতে বসা জিম্বাবুয়ে সর্বশেষ পাঁচ টেস্টের একটিতেও জিততে পারেনি, পারেনি ড্র করতেও। শেষ আট টেস্টের মাত্র একটিতে জয় তাদের। সবগুলো ম্যাচই হয়েছে এই বছর। তাদের ব্যাটিং লাইনের অবস্থা বেশ নাজুক। এ বছর আট ম্যাচে ১৬ ইনিংসে ব্যাটিংয়ে নেমে একবার মাত্র তারা তিনশ রানে পৌঁছাতে পেরেছে। ব্রেন্ডন টেলর দলে ফেরায় হয়তো রান সমস্যার কিছুটা সমাধান হবে তবে পুরো সমাধান পেতে পুরো দলকে ভালো করতে হবে।
অন্যদিকে নিউজিল্যান্ড দীর্ঘ সাত মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। দলে নেই বেশ কিছু নিয়মিত খেলোয়াড়। তবে আছেন নতুন কোচ। তার অধীনে দলটি নিজেদের দারুণভাবে গুছিয়ে নিয়েছে। যারা নেই তাদের স্থলাভিষিক্ত যারা হয়েছেন তারা ভালোভাবে মানিয়ে নিয়েছে।
