জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্ব কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। গনজালো গার্সিয়া দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ মন্তেরে বা বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে।
এ ম্যাচের মাধ্যমে ক্লাব বিশ্ব কাপে অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। অসুস্থতার কারণে প্রথম পর্বের খেলায় তিনি মাঠে নামতে পারেননি।
এ ম্যাচে জুভেন্টাস বড় ব্যবধানে হারলে অবাক হওয়ার কিছু ছিল না। বরং সেটাই ছিল স্বাভাবিক। কিন্তু গোলরক্ষক মাইকেল ডি গ্রেগোরিও;র অসাধারণ দক্ষতা তাদেরকে একাধিকবার গোল হজম থেকে রক্ষা করেছে।
তবে ম্যাচের শুরুর চিত্র ছিল ভিন্ন। একের পর এক আক্রমণে জুভেন্টাস বেশ আধিপত্য নিয়ে খেলা শুরু করে। কিন্তু ধীরে ধীরে জাবি আলোনসোর নেতৃত্বাধীন দল খেলার নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
সপ্তম মিনিটে জুভেন্টাস গোলেরও সুযোগ পেয়েছিল। কেনান ইলদিজের চতুর পাস থেকে র্যান্ডল কোলো মুয়ানি যে শট নিয়েছিলেন তা রিয়াল মাদ্রিদের বুকে কাঁপন ধরিয়েছিল। তবে জুভেন্টাসের কোনো লাভ হয়নি, বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। কয়েক মিনিট পর ইলদিজ দূর পাল্লার শটে নিজের ভাগ্য পরীক্ষা করেন। সেখানে ব্যর্থ তিনি।
রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের শেষভাবে জুভেন্টাসের ওপর এমনই চাপ তৈরি করে যে, যে কোনো সময় তারা গোল পেতে পারতো। কিন্তু একাধিক সুযোগ পেয়েও তারা গোল করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য রাখতে পেরে জুভেন্টাস নিজেদের ভাগ্যবান মনে করেত পারে।
শেষ পর্যন্ত ৫৪ মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গার্সিয়া করেন গোলটি। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















