সময়টা ভালো যাচ্ছিল না সেরি আ ক্লাব জুভেন্টাসের। একের পর এক হার ক্লাবকে নাজুক অবস্থায় পৌঁছে দিয়েছে। আর তার দায়টা নিতে হলো কোচ ইগর টুডোরকে। প্রথম কোপটা এসে পড়েছে তার ঘাড়ে। ছাঁটাই করা হয়েছে তাকে। তার পরিবর্তে ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে নাপোলির সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে। বর্তমান মৌসুম শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
একটা সূত্র জানিয়েছে, জুভেন্টাস যদি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারে তাহলে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি পাবে। এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, নতুন কোচকে স্বাগত। আশা করছি তিনি আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন।
সেপ্টেম্বর থেকেই জুভেন্টাসের অবস্থা নাজুক। টানা তিন হার তো রয়েছে, আট ম্যাচ জয়হীন তারা। দুর্ভাগ্য টুডোর। তিনি বিদায় নিতেই দল জয়ের পথে ফিরেছে। অন্তর্বর্তী কোচ মাসিমো ব্রাম্বিলার প্রশিক্ষণাধীনে ঘরোয়া লিগের ম্যাচে উদিনেসকে ৩-১ গোল হারিয়েছে তারা।
স্প্যালেত্তি শনিবার সেরি আতে ক্রেমোনিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তার নতুন মিশন শুরু করবেন। তিনদিন পর ঘরের মাঠে তারা চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনকে মোকাবেলা করবে।
ঘরোয়া লিগে বর্তমানে জুভেন্টাস সপ্তম স্থানে রয়েছে। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ২৫তম স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















