দুর্ভাগ্য জুভেন্টাসের। লাৎসিও’র বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে তাদের। গতকাল সেরি আ’তে লাৎসিও’র সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। ১-১ গোলে ড্র করেছে। শেষ মুহুর্তে গোল হজম করেছে জুভেন্টাস। ৯৬ মিনিটে সমতাসূচক গোল করেছেন লাৎসিও’র মাতিয়াস ভেসিনো।
প্রথমার্ধ গোলশূন্যভাবে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে রান্ডাল কোলো মুয়ানি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এর পরপরই বড় একটা আঘাত আসে জুভেন্টাস শিবিরে। ৬০ মিনিটে পিয়েরে কালুলু লাল কার্ড পেলে জুভেন্টাস ১০ জনের দলে পরিণত হয়। তারপরও জুভেন্টাস পুরো পয়েন্ট পাওয়ার সব প্রস্তুতি শেষ কেরেছিল। কিন্তু খেলার শেষ বাঁশি বাজার শেষ সময়ে জুভেন্টাসের পয়েন্টে ভাগ বসায় লাৎসিও।
লাৎসিও’র জয়ের ফলে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠেছে। ৩৬ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৬৪। গোল পার্থক্যে জুভেন্টাস উপরে রয়েছে। জুভেন্টাস রয়েছে চতুর্থ স্থানে, আর লাৎসিও পঞ্চম স্থানে। ৩৫ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে রয়েছে। ইন্টার মিলান ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















