দারুণ এক জয়ে কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা পিছিয়ে পড়ার পরও ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে। আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েল জেসুস হ্যাটট্রিক করেন।
ইমিরেটস স্টেডিয়ামের অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই স্বাগতিক দলকে চমকে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। ম্যাচের চতুর্থ মিনিটে জা ফিলিপে মাতেতা গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নিয়েছিলেন। তবে ম্যাচের পুরো সময় ছিল আর্সেনালের আধিপত্য। যদিও শুরুর এই গোলের বোঝা তাদের লম্বা একটা সময় বয়ে বেড়াতে হয়েছে। বিরতির আগে কোনো গোলের দেখা পায়নি দলটি।
৫৪ মিনিটে আর্সেনাল প্রথম গোল পায়। মার্টিন ওডেগার্ডের কাছ থেকে পাওয়া বল ব্রাজিলিয়ান তারকা জেসুস গোলরক্ষক ডিন হেন্ডারসনের মাথার ওপর দিয়ে জালে ফেলেন। ৭৩ মিনিটে জেসুস তার দ্বিতীয় গোল পান। ৮ মিনিট পর তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। সে সঙ্গে দলের জয়ও নিশ্চিত হয়। শেষ সময়ে ক্রিস্টাল প্যালেসের হয়ে ব্যবধান কমান এডি।
সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লিভারপুলও। সাউদাম্পটনকে তারা হারিয়েছে ২-১ গোলে।