সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোল করলেন জন ডুরান। তার জোড়া গোলের সুবাদে শুক্রবার নিজেদের মাঠের খেলায় আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল ফেহাকে। জয়ী দলের হয়ে অন্য গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফেহাকে হারানোর মাঝ দিয়ে আল নাসর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান ধরে রেখেছে। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪১। আল ইত্তিহাদ রয়েছে শীর্ষে। সমান ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আল হিলাল। তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। তবে তাদের শীর্ষে ওঠার দারুণ সুযোগ রয়েছে। পরবর্তী ম্যাচে জয় পেলেই আল ইত্তিহাদকে টপকে তারা শীর্ষে চলে আসবে। কেননা গোল পার্থক্যে আল হিলাল দারুণ সুবিধাজনক অবস্থায় রয়েছে।
২২ মিনিটে ডুরান প্রথম গোল করেন। দ্বিতীয় গোলের জন্য তাকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। ৭২ মিনিটে ডুরান দ্বিতীয় গোলের দেখা পান। আল নাসর সমর্থকদের তৃতীয় গোলের উৎসব করতে খুব একটা সময় দেরি করতে হয়নি। মাত্র দুই মিনিট ব্যবধানে তাদেরকে তৃতীয়বারের মতো উৎসব করার সুযোগ করে দেন রোনালদো। ৭৪ মিনিটে তিনি গোলটি করেন।