উয়েফা সুপার কাপ জয়ের দ্বারপ্রান্তে ছিল ইংলিশ ক্লাব টটেনহাম হস্পার। কিন্তু তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। গতকাল বুধবার পিএসজির ১৯ মিনিটের ঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় টটেনহামের শিরোপা জয়ের স্বপ্ন। দুই গোলে এগিয়ে থেকেও তারা জিততে পারেনি। টাইব্রেকারে তাদেরকে ৪-৩ গোলে হারিয়ে পিএসজি শিরোপা জয় করেছে।
নুনো মেন্ডেস পিএসজির হয়ে শেষ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। উয়েফা সুপার কাপে পিএসজির এটা পঞ্চম শিরোপা।
ইতালির ব্লূএনার্জি স্টেডিয়ামে পাগল এক ম্যাচ উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। ৮৫ মিনিট পর্যন্ত টটেনহাম দুই গোলে এগিয়ে। শিরোপা তখন তাদের হাতের নাগালে। কিন্তু ১১ মিনিটের ঝড় সব উলোটপালোট হয়ে যায়। লি কাং ইন ৮৫ মিনিটে পিএসজির হয়ে গোল করেন। আর বদলি খেলোয়াড় গনসালো রামোস ইনজুরি সময়ে গোল করে খেলাকে ২-২ সমতায় নেন। টাইব্রেকার তখন ভাগ্য নির্ধারকে রূপ নেয়।
সুপার কাপ হলো একই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক ম্যাচ। ম্যাচে টটেনহাম ৩৯ মিনিটে প্রথম গোল পায়। মিকি ফন দে ফন গোল করেন। বিরতির পর গোল করেন রোমেরো। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। তার সুফলও পায় তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















