ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হস্পার উভয় দলই পয়েন্ট টেবিলের নিচের ধাপে। ইংলিশ প্রিমিয়ার লিগে কে কাকে টপকে যাবে রোববার রাতে তার লড়াইয়ে নেমেছিল দল দুটি। সে লড়াইয়ে ম্যানইউকে হারিয়ে উপরে উঠে এসেছে টটেনহাম হস্পার। নিজেদের মাঠের খেলায় তারা ১-০ গোলে জয় পেয়েছে। জেমস মেডিসন করেন একমাত্র গোলটি।
টটেনহাম হস্পার নিজেদের মাঠে জয় পেতে ভুলে গিয়েছিল। ১০৫ দিন পর নিজেদের মাঠে জয় পেল। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন টটেনহামের অস্ট্রেলিয়ান কোচ পস্তেকগলুউ।
দুর্ভাগ্য ম্যানচেস্টর ইউনাইটেডের। প্রথমার্ধে তারা গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। আলহান্দ্রো গারনাচো প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন। তার এই সুযোগ নষ্ট ম্যানইউকে ম্যাচে ফিরতে দেয়নি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে রয়েছে। ২৫ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহাম হস্পার রয়েছে দ্বাদশ স্থানে। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।