টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে হ্যাটট্রিক শিরোপা হাতছানি। সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ভিক্টোরিয়ান্সরা। অন্যদিকে ফরচুন বরিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাবার সুযোগ।

এরই মধ্যে টস হয়েছে। আজ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মেগা ফাইনালে টস ভাগ্যে জয় পেয়েছেন তামিম ইকবাল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।

অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল নিয়ে খেলেছিল বরিশাল, তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফরচুনরা। অন্যদিকে গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে ফাইনালে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক হাসানের জায়গায় একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
আজকের ম্যাচের দুই দল:
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

Exit mobile version