সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হারলো বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৬২তম মিনিটে জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশের যুবারা। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে শেষ হয়। টুর্নামেন্টের ‘বাইলজ’ অনুযায়ী সরাসরি টাইব্রেকে অংশ নেয় দুই দল।
বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন ভারতের নেয়া দ্বিতীয় শট ঠেকিয়ে দেন। কিন্তু অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বারের ওপর দিয়ে বল মারলে ভারত সমতায় ফেরার সুযোগ পায়। দলের শেষ শটটি নেন সালাহ উদ্দিন শাহেদ। তার নেয়া শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক সুরজ সিং। ভারতের পক্ষে ৫ম শট নেয়া অধিনায়ক সিঙ্গামায়ূম শামি ভুল করেননি।
ভারতের অরুণাচলে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় স্বাগতিক ভারত। বাংলাদেশের গোলরক্ষক মাহিন কিছুটা এগিয়ে ছিলেন। সুযোগ বুঝে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ফ্রিকিক নেন ভারতীয় দলের অধিনায়ক ও আইএসএল খেলা ফুটবলার শামি।
প্রথম মিনিটেই ভারতের লিড। এরপরই তারা বাংলাদেশ চেপে ধরে। কিন্তু রক্ষণের দৃঢ়তায় বিপদ আর বাড়েনি। ৪২তম মিনিটে কর্ণার থেকে আক্রমণে গিয়ে ভারতের জালে বাংলাদেশ বলও পাঠায়। কিন্তু গোলের আগেই রেফারি ফাউলের বাশি বাজান। যদিও রিপ্লেতে ফাউল হওয়ার মতো কোন কারণ দেখা যায়নি।
গোলে শোধে মরীয়া ছোটনের শিষ্যরা সুযোগ কাজে লাগায় ম্যাচের ৬২তম মিনিটে। জটলা থেকে গোল করেন জয় আহমেদ। তার নেয়া শট ভারতের এক ডিফেন্ডারের শরীরে লেগে জালে জড়িয়ে যায়। সমতায় ফেরে বাংলাদেশ।
ম্যাচের শেষ দিকে লিড পাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমণভাগের দুর্বলতায় কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো ইনজুরির কারণে যোগ করা সময়ে বাংলাদেশের ডিফেন্ডাররা গোল ঠেকিয়ে দেন।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম শটটি নেন মিঠুন চৌধুরী। গোল করে দলকে এনে দেন ১-০ গোলের লিড। ভারতের পক্ষে প্রথম শট নেয়া ১০ নম্বর জার্সিধারী মোহাম্মদ আব্বাসও গোল করেন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় শট নেন মোরশেদ আলী। ভারতের পক্ষে দ্বিতীয় শট নেয়া রোহেন সিংকে গোলবঞ্চিত করেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশ পিছিয়ে পড়েছিলো। প্রতিপক্ষের শট ঠেকিয়ে দিয়ে যেন তারই প্রায়শ্চিত করলেন।
বাংলাদেশের পক্ষে তৃতীয় শট নেয়া জয় আহমেদও গোল পান। কিন্তু মিস করেছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম শট নেয়া অধিনায়ক ফয়সাল ও সালাউদ্দিন। ভারতের পক্ষে ঋষি সিং, জডরিক ও অধিনায়ক শামি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















