গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বীরত্বে সুইজারল্যান্ডকে হারিয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটে কোন দলই গোল পায়নি। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় ইউরোর বর্তমান রানার্স আপ ইংল্যান্ড।
পেনাল্টি শ্যুট আউটে ইংল্যান্ডকে এগিয়ে দেন ২৪ নাম্বার জার্সিধারী বদলি খেলোয়াড় কোল পালমার। কিন্তু সুইজারল্যান্ড তাদের প্রথম শটটি মিস করে ইংল্যান্ডকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এভার্টনে খেলা গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল ডিফেন্ডার মানুয়েল আকানজির শট ঠেকিয়ে দেন।
ইংল্যান্ডের সব খেলোয়াড়ই টাইব্রেকারে গোল পেয়েছেন। দলটার হয়ে ৫ম ও জয়সূচক গোলটি করেন চার নম্বর জার্সিধারী মিডফিল্ডার ডেকলাইন রাইস। সুইজারল্যান্ড তাদের প্রথম শট মিসের পর পরের তিন শটেই গোল পেয়েছে। কিন্তু ইংল্যান্ডের ৫ম পেনাল্টি শটে গোল হয়ে যাওয়ার পর হ্যারি কেইনের দল এগিয়ে যায় ৫-৩ গোলে। ফলে সুইজারল্যান্ডের ৫ম শটটি আর নেয়ার প্রয়োজন পড়েনি।