খেলোয়াড়ী জীবনে যে লৌহ মানবকে দেখে আসছিলেন ভক্তরা। ইস্পাত কঠিন মনোবলে যিনি প্রতিপক্ষের সব বাধা ভেঙে দিতেন। সেই রোনালদোকে এবার ভিন্নরুপে দেখলো ফুটবল বিশ্ব। সৌদি আরবে কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরে কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে গড়াগড়ি খাওয়া রোনালদোকে সান্ত্বনা দিতে ক্লাব কর্মকর্তারা পর্যন্ত ছুটে আসলেন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় জেদ্দায় অবস্থিত ‘কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি’তে দুই দলের ফাইনালে শুরুতেই লিড নেয় আল হিলাল। ৭ম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন সার্বিয়ান ফুটবলার আলেক্সান্ডার মিত্রোভিচ। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।
চরম উত্তেজনার ম্যাচে দ্বিতীয়ার্ধে আল নাসরের একজন ও হিলালের দুই খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেখান। এর মধ্যে এক গোলে পিছিয়ে থাকা নাসর ব্যাকফুটে চলে যায় ৫৬তম মিনিটে দলটার কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা লাল কার্ড দেখলে।
এই অবস্থায়ও লড়াই চালিয়ে যায় আল-নাসর। ৮৮তম মিনিটে নাসরকে সমতায় ফেরান আয়মান ইয়াহইয়া। এই গোলের আগে পরে আল হিলালের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। ১-১ গোলে খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও কোন দল আর গোল পায়নি।
ফলাফল নির্ধারণী টাইব্রেকেও শুরু হয় চরম নাটকীয়তা। উভয় দলই তাদের শুরুর শট মিস করে। পরের টানা চার শটেই গোল পায় হিলাল ও নাসর।
শুরু হয় সাডেন ডেথ। এবারও তারা নিজেদের প্রথম অর্থাৎ ষষ্ঠ শটে গোল পায়নি। কিন্তু ৭ম শটে আর ভুল করেনি আল-হিলাল। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আল-নাসর।
ইউরোপের জমকালো ক্যারিয়ার ছেড়ে রোনালদো গত বছর সৌদি আরবে যোগ দিয়ে বিশ্বফুটবলেই হৈচৈ ফেলে দেন। গোলের পর গোল করে হয়েছেন দেশটিতে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ক্লাব আল-নাসরকে তেমন কোন শিরোপা উপহার দিতে পারলেন না সি-আর সেভেন। সৌদি প্রো লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, সৌদি সুুপার কাপ থেকে তারা বিদায় নিয়েছে শূন্য হাতে।
অবশ্য গত বছরের ১২ আগস্ট আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে তাদের শিরোপা জয় হতে পারে ক্লাবটির একমাত্র সান্ত্বনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















