টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা

পথ হারানোর শঙ্কায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ঘরোয়া লিগে আবারও পয়েন্ট হারিয়েছে তারা। আগের ম্যাচে হারা দলটি এবার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল শীর্ষে থাকা দলটি।

দুর্ভাগ্য বলা যায় বার্সেলোনার। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও ড্র করে তারা। রাফিনহা ও রবার্ট লেফানদোভস্কির গোলে জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু ছোট্ট এক ঝড়ে জয় তাদের হাতছাড়া হয়। বার্সেলোনার হয়ে রাফিনহা ১৫ মিনিটে এবং লেফানদোভস্কি ৬১ মিনিটে গোল করেন।

বার্সেলোনার দুরাবস্থা শুরু হয় ৮২ মিনিটে। এ সময়ে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। খেলার বাকি সময় তখন মাত্র আট মিনিট। এই সময়টুকু সেল্টা ভিগোকে আটকে রাখতে পারেনি বার্সার রক্ষণভাগ। ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে এবারের লিগে প্রথম ড্র’র স্বাদ নিল দলটি। আলফনসো গঞ্জালেস ব্যবধান কমানোর দুই মিনিট পর হুগো আলভারেজ সমতাসূচক গোলটি করেন।

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পরও বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে। ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট সংগ্রহ তাদের। এবারের পয়েন্ট হারানো তাদের জন্য বড় ক্ষতির হতে পারে। কেননা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সামনে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি করে দিয়েছে তারা। ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে। তবে তারা দুটো ম্যাচ কম খেলেছে। দুই ম্যাচে জয় পেলে ৩৩ পয়েন্ট হবে তাদের। বর্তমানে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে।

Exit mobile version