টানা পঞ্চম ও নবম শিরোপা জয় ব্রাজিলের

নারী কোপা আমেরিকা

কলাম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো নারী কোপা আমেরিকার শিরোপা জয় করেছে ব্রাজিল। টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে অমীমাংসিত ছিল।

নারী কোপা আমেরিকার এটি ছিল দশম আসর। এই টুর্নামেন্টে ব্রাজিলিয়ানদের একচ্ছত্র আধিপত্য। দশ আসরের মধ্যে ৯ বারই তারা চ্যাম্পিয়ন। মাত্র একবার শিরোপা তাদের হাতছাড়া হয়েছে। সেবার তাদেরকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আর্জেন্টিনা ফাইনালে উঠতে পারেনি। উরুগুয়েকে হারিয়ে তারা তৃতীয় হয়েছে। এ নিয়ে লিওনেল মেসির দেশটি টানা তৃতীয়বার তৃতীয় হলো। স্থান নির্ধারণী খেলায় আর্জেন্টিনা এবার উরুগুয়ে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায়।

গ্রুপ পর্বে ব্রাজিল ও কলাম্বিয়া একই গ্রুপে ছিল। সে ম্যাচেও কেউ কাউকে হারাতে পারেনি। ফাইনাল ম্যাচে তার ব্যতিক্রম হয়নি। দুর্ভাগ্য কলাম্বিয়ার। দারুণ সম্ভাবনা তৈরি করেও তারা শিরোপার দেখা পায়নি। ২৫ মিনিটে তারা প্রথম গোল পায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টিতে খেলা সমতায় ফেরায় ব্রাজিল। আত্মঘাতি গোলে কলাম্বিয়া ৬৯ মিনিটে এগিয়ে যায়। ৮০ মিনিটের সময় ব্রাজিল আবার সমতায় ফেরায়। ৮৮ মিনিটে আবার এগিয়ে যায় কলাম্বিয়া। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিল আবার সমতায় ফেরায়।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবার আর কলাম্বিয়া নয়, ব্রাজিল আগে গোল করে। মার্তা ১০৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিলেও ১১৫ মিনিটে কলাম্বিয়ার লেইসি স্যান্তোস গোল করে সমতায় ফেরায়। এরপর শুরু হয় ম্যারাথন টাইব্রেকার। উভয় দলের সাত শটে শেষ হয় টাইব্রেকার নামের দমবন্ধ যুদ্ধ। ৫-৪ গোলে জয়ে টানা পঞ্চমবার শিরোপা জয়ের উৎসবে মাতে ব্রাজিল।

Exit mobile version