মেজর সকার লিগে জোড়া গোল করা যেন অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। শনিবার রাতে অনুষ্ঠিত নাশভিলের বিপক্ষেও জোড়া গোল করেছেন তিনি। তার জোড়া গোলের সুবাদে নাশভিলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসি ১৭ ও ৬২ মিনিটে গোল দুটো করেন।
ইন্টার মায়ামি এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল। আর পাঁচ ম্যাচেই জোড়া গোল করলেন মেসি। আগের ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে মেসি মেজর সকার লিগে টানা চার ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন।
এবারের জয়ের মাঝ দিয়ে মায়ামি পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৫। সিনসিনাত্তি ২১ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে নাশভিলের অবস্থান তিনে।
টানা পাঁচ জয়ের আগে ইন্টার মায়ামির অবস্থা ছিল বেশ নাজুক। আগের ৯ ম্যাচে মাত্র দুই জয় ছিল তাদের। একের পর এক ম্যাচ পয়েন্ট হারানোয় তারা পয়েন্ট টেবেলে শুধু নিচের দিকে নামছিল। টানা পাঁচ জয়ে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। একের পর এক ম্যাচ জয়ে নিজেদের অবস্থা ক্রমেই উপরের দিকে উঠে আসছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















