বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গেছে তীব্র উত্তেজনা। তবে সেই উত্তেজনার মাঝে নেমে এসেছে হতাশা—কারণ, টিকিটের হাহাকার যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। অনলাইনে ছাড়া ১৮ হাজার ৩০০ টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গেলেও অধিকাংশ সমর্থকের অভিযোগ, তারা ন্যায্যভাবে টিকিট পাননি।
টিকিট না পাওয়ার প্রতিবাদে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস গত তিন দিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আজ তাদের সঙ্গে যোগ দিয়েছে ফুটবল সাপোর্টার্স ফোরাম, যারা ফেডারেশন ভবনের সামনে ঝাড়ু মিছিল করেছে। ব্যানারে লেখা ছিল, “নো আল্ট্রাস, নো ফুটবল”, “টিকিট কই বাফুফে?”, “জাস্টিস ফর ফুটবল ফ্যানস”।
সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “ফুটবলের খারাপ সময়ে যারা পাশে ছিল, আজ সেই দর্শকরা টিকিট থেকে বঞ্চিত হচ্ছে। কালোবাজারি ও অদক্ষ ব্যবস্থাপনাই এর জন্য দায়ী।”
টিকিট কেলেঙ্কারির মাঝেই আজ ভুটানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। ম্যাচটিতে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের।
ভক্তদের দাবি একটাই—সঠিকভাবে টিকিট বিক্রি ও কালোবাজারি বন্ধ করা হোক। নতুবা ফুটবল ফেডারেশনের প্রতি আস্থা হারাবে সেই সমর্থকরাই, যারা ফুটবলের প্রাণ।
