সান্দ্রো টোনালির করা গোলের সুবাদে উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। ম্যাচের একাদশ মিনিটে জয়সূচক গোলটি করেন টোনালি।
বেলজিয়ামে বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই উজ্জ্বল ছিলেন টোনালি। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছেন। জাতীয় দলের হয়ে এটা ছিল তার প্রথম গোল। ম্যাচে আরো একটা গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি।
এ জয়ের ফলে ইতালি গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। বেলজিয়ামের পয়েন্ট মাত্র ৪। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। একই রাতে অনুষ্ঠিত খেলায় ফ্রান্স নিজেদের মাঠের খেলায় ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
ইতালির কাছে হারের ফলে বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। শুরুতে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে বেলজিয়াম ম্যাচে ফেরার জন্য ভালোভাবে জোর প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সহজে ছেড়ে দেবার পাত্র ছিল না ইতালি। তারাও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। বিশেষ করে আন্দ্রে ক্যাম্বিয়াসো চমৎকার সুযোগটি কাজে লাগাতে না পারায় তাদের ব্যবধান বাড়েনি।
আগামী রোববার ইতালি নিজেদের মাঠে ফ্রান্সের বিপক্ষে খেলবে। অন্যদিকে বুদাপেস্টে মুখোমুখি হবে ইসরায়েল ও বেলজিয়াম। ইসরায়েল এ পর্যন্ত মাত্র ১ পয়েন্ট পেয়েছে।