স্পেনের নারী ফুটবল দল নেদারল্যান্ডসকে হারিয়ে ওমেন্স নেশন্স লিগের ফাইনালে উঠেছে। ৩-০ গোলে হারিয়েছে ডাচ দলকে। এ জয়ের ফলে তারা যে শুধু টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তা নয়, প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে খেলা নিশ্চিত করেছে।
হারের পরও নেদারল্যান্ডসের অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে তাদেরকে আরো একটা ম্যাচে জয় পেতে হবে। টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচ সেটি। আগামী বুধবার এ ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জার্মানি।
স্পেনের এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন জেনিফার হার্মোসো, আইতানা বোনমাতি ও ওনা ব্যাটল। ৪১ মিনিটে হার্মোসো দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর বোনামাতি গোল করে ব্যবধান ২-০ করেন। ৭৭ মিনিট ব্যাটল করেন তৃতীয় গোল।
অন্য সেমিফাইনালে ফ্রান্স ২-১ গোলে জার্মানিকে হারিয়েছে। ফ্রান্স অবশ্য স্বাগতিক হিসেবে আগেই অলিম্পিকে খেলা নিশ্চিত করেছে।