ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে অনন্য এক ম্যাচ উপভোগ করলো দর্শকেরা। সোমবার রাতে বেলজিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল বন্যা দেখেছে ফুটবল ভক্তরা। ওয়েলসের বিপক্ষে শেষ মুহুর্তের গোলে নাটকীয়ভাবে ৪-৩ গোলে জয় পেয়েছে বেলজিয়াম। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কেভিন ডি ব্রুইন।
এর আগে নিজেদের মাঠের খেলায় মাত্র ২৭ মিনিটের মধ্যে বেলজিয়াম ৩-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু মাত্র ২৪ মিনিটের মধ্যে তিন গোল করে ওয়েলস খেলায় টানটান উত্তেজনা ফিরিয়ে আনে।
রোমেলু লুকাকু ১৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে নিয়েছিলেন। গোল উৎসব থামতে না থামতে ১৯ মিনিটে ইউরি টিয়েলেমান্স ব্যবধান দ্বিগুন করেন। আর ২৭ মিনিটে জেরেমি ডোকু স্কোরশিটে নাম লিখিয়ে বেলজিয়ামকে ৩-০ গোলে এগিয়ে নেন।
বিরতির আগেই ওয়ালশ ব্যবধান কমায়। ইনজুরির সময়ের সপ্তম মিনিটে হ্যারি উইলসন পেনাল্টি থেকে গোল করেন। বিরতির পরপরই সোরবা থমাস ব্যবধান কমিয়ে ৩-২ করেন। ৬৯ মিনিটে ওয়েলসের হয়ে তৃতীয় গোল করেন ব্রেনান জনসন।
ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে কেভিন ডি ব্রুইন গোল করে বেলজিয়ামকে এবারের বাছাই পর্বে প্রথম জয় এনে দেন। ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জে গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করা বেলজিয়ামের অবস্থা বেশ নাজুক। ২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪। নর্থ মেসিডোনিয়া ৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ওয়েলসের পয়েন্ট ৭, তারা দ্বিতীয় স্থনে।
