ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১০ মাসের জন্য নিষিদ্ধ বিলবাও ডিফেন্ডার ইয়েরে আলভারেজ

উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচে ডোপ টেস্টে অনুত্তীর্ণ হওয়ার কারণে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন অ্যাথলেটিকো বিলবাওয়ের স্প্যানিশ ডিফেন্ডার ইয়েরে আলভারেজ। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফার শৃঙ্খলা কমিটি জানায়, “খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে ডোপবিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ আগস্টের বৈঠকে তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির কার্যকারিতা শুরু হবে সাময়িক নিষেধাজ্ঞার দিন থেকে (২ জুন), আর শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।”

গত ২ জুন থেকে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর ছিল আলভারেজের ওপর। এই সময় তিনি ক্লাবের অনুশীলন বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে নিষেধাজ্ঞার শেষের দুই মাস, অর্থাৎ আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে তিনি আবার দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন এবং ক্লাবের সুবিধা ব্যবহার করতে পারবেন।

ঘটনার সূত্রপাত গত মে মাসে ইউরোপা লিগের সেমিফাইনালে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে হারা সেই ম্যাচেই আলভারেজের ডোপ টেস্ট পজিটিভ আসে। তার শরীরে প্রতিযোগিতায় নিষিদ্ধ উপাদান ‘কেনরিনোন’ শনাক্ত হয়।

এরপর জুলাইয়ে আলভারেজ জানান, তিনি ইচ্ছাকৃতভাবে এই পদার্থ নেননি। টেস্টিকুলার ক্যান্সারের চিকিৎসা চলাকালে চুল পড়া রোধে যে ইনজেকশন ব্যবহার করেছিলেন, তার মাধ্যমেই নিষিদ্ধ উপাদান শরীরে প্রবেশ করেছে। ২০১৬ সালে তার ক্যান্সার ধরা পড়ে, আর চুল পড়া ঠেকাতে যে চিকিৎসা নিয়েছিলেন, সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিলবাওয়ের যুব দল থেকে উঠে আসা আলভারেজ এখন পর্যন্ত ক্লাবের হয়ে সব মিলিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থানে শেষ করেছিল বিলবাও, ফলে আসন্ন মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।

Exit mobile version