গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ইন্টার মায়ামির। সেই পথেই ছিল দলটি। কিন্তু শেষ সময়ে জোড়া গোল হজমে লিওনেল মেসির দল শীর্ষস্থান হারিয়েছে। গ্রুপ রানার্স আপ হয়ে বিশ্ব ক্লাব কাপের তারা পরবর্তী রাউন্ডে উঠেছে। দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে পালমেইরাসের সঙ্গে ড্র করেছে মায়ামি। এ ড্র’র ফলে পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টার মায়ামি হয়েছে রানার্স আপ।
মায়ামির হয়ে গোল করেছেন তাদেও অ্যালেন্দে ও লুইস সুয়ারেজ। ১৬ ও ৬৫ মিনিটে গোল দুটো পায় তারা। অন্যদিকে পালমেইরাসের হয়ে ৮০ মিনিটে পলিনহো ও ৮৭ মিনিটে মরিসিও গোল করেন।
ড্র’র ফলে তিন ম্যাচ থেকে পালমেইরাসের সংগ্রহ ৫ পয়েন্ট। মায়ামির পয়েন্টও ৫। তবে গোল পার্থক্যে মায়ামি রানার্স আপ হয়েছে। ‘এ’ গ্রুপের অপর দুই দল এফসি পোর্তো ও আল আহলি’র সামনে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ ছিল কিন্তু। নিজেদের ম্যাচে ড্র হওয়ায় তাদের সে সম্ভাবনা শেষ হয়ে গেছে। এ ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
পালমেইরাসের সঙ্গে ড্র করায় লিওনেল মেসিদের সামনের পথটা কঠিন হয়ে গেল। দ্বিতীয় রাউন্ডে তাদেরকে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে খেলতে হবে। প্যারিস সেন্ত জার্মেই নিজ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। অন্যদিকে পালমেইরাস খেলবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে।
ম্যাচে বল দখলের লড়াইয়ে লিওনের মেসির দল এগিয়ে ছিল। কিন্তু আক্রমণের পরিসংখ্যান কথা বলছে পালমেইরাসের। মায়ামির গোল লক্ষ্য করে ২২টি শট নেয় তারা। অন্যদিকে মায়ামির শট নেওয়ার সংখ্যা মাত্র সাতটি। পালমেইরাস সাতটি কর্নার পেয়েছে। বিপরীতে মায়ামি কোনো কর্নার আদায় করতে পারেনি।
এদিকে ম্যাচে বিষ্ময়কর ঘটনা হলুদ কার্ড। পুরো ম্যাচে মাত্র একবারই হলুদ কার্ড ব্যবহার করতে হয়েছে রেফারিকে। আর এটি পেয়েছেন মায়ামির অধিনায়ক লিওনেল মেসি।
