ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচে আরবি লাইপজিগের সঙ্গে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার নিজেদের মাঠের খেলায় ১-১ গোলে খেলা শেষ করে তারা। তা সত্ত্বেও কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না দলটির। প্রথম লেগের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকায় ২-১ গোল গড় নিয়ে তারা শেষ আটে পৌঁছেছে।

অ্যাওয়ে ম্যাচ হলেও আরবি লিপজিগ নিঃসন্দেহে সেরা ছিল। বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করেছে তারা। বিশেষ করে প্রথমার্ধে তারা একাধিক গোল পেতে পারতো। কিন্তু তৈরি করা সুযোগগুলো খেলোয়াড়রা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে তাদের আধিপত্যে ইতি টানে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। খেলায় গতি বাড়িয়ে কাজের কাজটি করে নেয় গ্যালাকটিকোরা।

রেকর্ড ১৫তম শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৬৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায়। কিন্তু বেশিক্ষণ এ গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৬৮ মিনিটে উইল ওরবিয়ান গোল করে সমর্থকদের আশাবাদী করে তুলেছিল আরবি লিপজিগ। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। কোনো দলই আর গোল করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এ সময়ে রেফারিকে বেশ কয়েকবার হলুদ কার্ড ব্যবহার করতে হয়। বিশেষ করে প্রচণ্ড চাপের মুখে ছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। প্রথম লেগে তিনি যেমন একাধিকবার বিপদ থেকে রক্ষা করেছিলেন এ লেগেও তার ব্যতিক্রম হয়নি।

Exit mobile version