পিএসভি আইন্দহোভেনকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্সেনাল। বুধবার রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। তবে প্রথম লেগের জয়ের সুবাদে আর্সেনাল ৯-৩ গোল গড়ে এগিয়ে থেকে শেষ আটে খেলা নিশ্চিত করেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামার আগেই আর্সেনালের কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত ছিল। কেননা প্রথম লেগের তাদের জয় ছিল ৭-১ গোলে। আর এ ম্যাচটির স্বাগতিক ছিল আর্সেনাল। আর ম্যাচ শুরু হতে না হতেই তার প্রমাণও হয়।
ষষ্ঠ মিনিটে আর্সেনাল গোল করে এগিয়ে যায়। যদিও কয়েক মিনিটের মধ্যে পিএসভিকে খেলায় ফিরেছিল। ইভান পেরিসিচ গোল করেছিলেন। কিন্তু প্রথমার্ধেই আবার আর্সেনাল এগিয়ে যায়। ৩৭ মিনিটে ডেকলান রাইস গোল করেন। ৭০ মিনিটে পিএসভি গোল করে খেলায় সমতা আনে। তবে বিশাল লজ্জা নিয়ে তাদের বিদায় নিতে হয়েছে।
বড় জয়ে আর্সেনাল মাঠ ছাড়েলে একরাশ অস্বস্তি তাদের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়তো দলে পাওয়া যাবে না পল স্টার্লিংকে হয়তো পাবে না আর্সেনাল। ট্যাকলের কারণে ইনজুরিতে পড়েছেন তিনি।