জমে উঠেছে কোপা আমেরিকার শিরোপা লড়াই। গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে, শিরোপার রেসে টিকে আছে আটটি দল। সবশেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে জিততে পারেনি শক্তিশালী ব্রাজিল।
কোপা আমেরিকায় গ্রুপ পর্বে সবশেষ লিভাই স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। ব্রাজিল ও কলম্বিয়ার হাইভোল্টেজ ম্যাচে খেলার ১২তম মিনিটে ফ্রি কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা।
তবে বাঁচা মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পরে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় কলম্বিয়াও। একের পর এক আক্রমণ চালায় তারা। মাঝে একটি গোলও আদায় করে নেয় কলম্বিয়া। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। তবুও থেমে থাকেনি কলম্বিয়া।
প্রথমার্ধে বাড়ানো সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফুলব্যাক ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। দুই দলই গোলের সুবর্ণ সুযোগও পায়। তবে তা কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়েও গোল করতে পারেননি কলম্বিয়ার স্ট্রাইকার রাফায়েল বোরে। ম্যাচে ব্রাজিলের বল দখল ছিল ৫১ শতাংশ আর কলম্বিয়ার ৪৯। কলম্বিয়া ১৩টি শট নিয়ে এগিয়ে থাকলেও অন টার্গেটে এগিয়ে ছিল আবার ব্রাজিল। পাঁচটি শট অন টার্গেট রাখতে পেরেছে তারা।
ফলে ১-১ ড্র করে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে পেয়েছে। আর কলম্বিয়া কোয়ার্টারে খেলবে গ্রুপ ‘সি’ এর রানার্স আপ হয়ে আসা পানামার বিপক্ষে।