উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখতে আজ প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে লিভারপুলকে ড্র করলেই হবে। তবে নিজেদের মাঠে অনুষ্ঠিতব্য ফিরতি লেগের খেলায় লিভারপুল ড্র নয়, জয়ের জন্য লড়বে। প্রথম লেগের খেলায় লিভারপুল ১-০ গোলে জয় পাওয়ায় আজ সুবিধাজনক অবস্থায় থাকবে।
ম্যাচের আগে লিভারপুল কোচ আরনে স্লট বলেন, আমরা সব ম্যাচেই জয়ের চেষ্টা করি। আমরা ভিন্ন এক ম্যাচের অপেক্ষায় আছি। তবে আমাদের লক্ষ্য অভিন্ন। আমরা জয়ের চেষ্টা করবো। যত বেশি সময় সম্ভব আমরা বলের দখল রাখতে চেস্টা করবো।
গত সপ্তায় প্যারিসে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে জয় পায় লিভারপুল। এ জন্য নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারে দলটি। প্যারিস সেন্ত জার্মেই একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছিল লিভারপুলের রক্ষণভাগকে। ২৮টি শট নিয়েও তারা গোলের দেখা পায়নি। অন্যদিকে লিভারপুল মাত্র দুই শট নিয়ে গোলের দেখা পেয়েছিল।
ঘরোয়া লিগের দারুণ এক স্মৃতি নিয়ে আজ মাঠে নামবে লিভারপুল। প্রিমিয়ার লিগে অনেকটা নির্ভার তারা। শিরোপা জয়ের পথে। শিরোপা হারানোর তেমন কোনো শঙ্কা নেই। শনিবার সাউদাম্পটনকে ৩-১ গোলে হারানোর মাঝ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। ফলে এখন চ্যাম্পিয়ন্স লিগে পুরো মনোযোগী হতে পারছে দলটি।
