ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা এসেছে সকারুরা।

বাংলাদেশে এসে পৌছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল লা মেরিডিয়ানে চলে যায় অস্ট্রেলিয়া দল। আজ কোনো অনুশীলন রাখেনি তাঁরা। আগামীকাল অনুশীলনের সময় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে সকারুরা।

কিংস অ্যারেনাতে আগামী ৬ জুন বিকাল পৌনে পাঁচটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচ এইটি। ঢাকায় দ্বিতীয়।

Exit mobile version