‘এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে’র চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। চার লাল কার্ডের ম্যাচে ওয়ান্ডারার্স ৯ জনের ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে ও পিডাব্লিউডি ৩-১ গোলে ১০ জনের ওয়ারি ক্লাবকে পরাজিত করেছে।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ফরাশগঞ্জ ও ওয়ান্ডারার্স। ঘটনাবহুল ম্যাচে চারজন ফুটবলার লাল কার্ড দেখেন। এদের মধ্যে দুইজন ম্যাচ চলাকালীন ও দুইজন ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড দেখেন।
স্বাধীনের গোলে ফরাশগঞ্জের বিপক্ষে ৫৩তম মিনিটে লিড নেয় ওয়ান্ডারার্স। ৭৫তম মিনিটে ব্যবধান বাড়ান হাবিবুল্লাহ। ম্যাচ চলাকালীন ফরাশগঞ্জের তপু সরাসরি লাল কার্ড দেখেন। আর দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন ওয়ান্ডারার্সের জয়।
ম্যাচের পুরোটা সময় উত্তাপ ছড়ানোর পরও অশান্ত ছিলেন দল দুটির খেলোয়াড়রা। তার রেশ শেষ বাশি বাজার পরও অব্যাহতো ছিলো। ফলে রেফারি উভয় দলের একজন করে (ফরাশগঞ্জের সাইফুল এবং ওয়ান্ডার্সের আনিসুর) সরাসরি লাল কার্ড দেখান।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়ারি ও পিডাব্লিউডি। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়ারিকে এগিয়ে দেন শাফিন। পরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বিতাড়িত হন রিয়াজ।
১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিডাব্লিউডি দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। আব্দুল্লাহ (৭৪), আকিকুল (৮৬) ও সাজিদুর (৯০+৬) জয়ী দলের পক্ষে একটি করে গোল করেন। এই ম্যাচে অবশ্য শেষ বাঁশি বাজার পর আর কোন গোলযোগ হয়নি।