ঢাকা ছেড়েছে ভুটান রাতে আসছে সিঙ্গাপুর

দেশ ছাড়ার আগে বিমান বন্দরে সিঙ্গাপুরে দলের ফটোসেশন। ছবি : ফেসবুক।

সময়টা এখন বাংলাদেশ ফুটবলের। ঈদের দিনও ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৪ জুন জাতীয় স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আজ ভোরে ঢাকা ছাড়লো ভুটান ফুটবল দল। এদিকে, ১০ জুন অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে রাতে ঢাকা আসছে শক্তিশালী সিঙ্গাপুর। ৪২ জনের বিশাল বহর নিয়ে ঢাকায় আসছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

আন্তর্জাতিক ফুটবলে চুড়ান্ত স্কোয়াড ২৩ জনের। ফলে ফুটবলার ২৩জন হলেও টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরও আছেন ১৯ জন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আটঘাট বেধেই আসছে সিঙ্গাপুর। ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় বাফুফের করতে হচ্ছে না। স্বাগতিক হিসেবে বাফুফে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে।

সিঙ্গাপুর দলের ম্যানেজার অবশ্য ঢাকায় এসেছেন ৬ জুন। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা আজ ঘুরে দেখেছেন।

আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৪৮ ঘন্টার কিছু সময় আগে ঢাকায় আসছে সিঙ্গাপুর। বাংলাদেশ ফুটবল দল হোটেল ইন্টার কন্টিনেন্টালে থাকছে। আর সিঙ্গাপুর দলের থাকার ব্যবস্থা করা হয়েছে হোটেল সোনারগাঁওয়ে।

দেশ ছাড়ার আগে গত পরশু, ০৫ জুন মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে সিঙ্গাপুর। যেখানে তারা জয় পেয়েছে ৩-১ গোলে। ফলে আত্নবিশ্বাস নিয়েই তারা ঢাকা উড়াল দিয়েছে।

নিয়ম অনুযায়ী সফরকারী দল ম্যাচের আগের দিন ভেন্যুতে অনুশীলনের সুযোগ পায়। ফলে আগামীকাল তারা অনুশীলন করবে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে। পরশু দিন নিয়মানুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।

 

Exit mobile version