তবে কি মায়ামিতেই থাকছেন মেসি?

মেসি

মেসি

এবছরের শেষে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। ক্রীড়া সংক্রান্ত সংবাদমাধ্যম ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে। ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরের শেষেই লিওনেল মেসির চুক্তি শেষ হওয়ার কথা ছিল। অনেকের ধারণা, আর্জেন্টাইন এই তারকা হয়তো নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেন। তবে সেসব ধারনার অবসান ঘটেছে ইতিমধ্যেই

ইএসপিএন জানিয়েছে, মেসি-মায়ামির নতুন চুক্তির বিষয়টি এখন সময়ের অপেক্ষায়। মেসি ২০২৩ সালের জুলাইয়ে আর্জেন্টাইন জার্সি গায়ে মায়ামিতে যুক্ত হন। আড়াই বছরের চুক্তির মেয়াদ এই বছর শেষ হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত ঘোষণা না আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এ সময় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ নিয়েও খবর এসেছে। তবে ইএসপিএন জানিয়েছে, আলোচনার প্রায় সব বিষয়েই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন শুধু কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি, যা শেষ হলে মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হবে।

আসন্ন বিশ্বকাপ খেললে তা মেসির আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি বেশ কয়েক বছরের হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আরও কিছু মৌসুম তিনি মায়ামির জার্সিতে খেলবেন। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি ক্লাবটিকে বদলে দিয়েছেন। প্রথম মৌসুমেই লিগস কাপ জিতিয়েছেন, যা মায়ামির ইতিহাসে প্রথম বড় ট্রফি।

মেসির অসাধারণ খেলার ধারা বজায় রেখে, গত মৌসুমে মায়ামি সাপোর্টার্স শিল্ড জিতেছে রেকর্ড পয়েন্ট সংগ্রহের মাধ্যমে। যদিও প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের যাত্রা থেমে যায়। চলতি মৌসুমেও মেসি দলের হয়ে ২১ ম্যাচে ২০ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন।

Exit mobile version