তারপরও ম্যানইউয়ের সফরসঙ্গী হলেন গারনাচো

সামনের মৌসুমে আলেহান্দ্রো গারনাচো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন না তা অনেকটা নিশ্চিত। নতুন ঠিকানা খুঁজে নেবেন। ছিলেন ম্যানইউয়ের শেষ লিগ ম্যাচে। তবে মৌসুম শেষ সফরে তাকে নিয়ে দল ঘোষণা করেছে ম্যানইউ।

টটেনহাম হস্পারের কাছে ইউরোপা লিগের ফাইনালে ভালো খেলতে না পারায় গারনাচোকে শেষ লিগ ম্যাচে দলে রাখেননি কোচ। তবে এশিয়াতে দুটো প্রীতি ম্যাচে তাকে সফরসঙ্গী করেছেন কোচ রুবেন আমোরিম। গতরাতেই তিনি দলের সঙ্গে বিমানে চড়েছেন।

তবে ব্যাটে বলে মিলে গেলে গারনাচোকে ছেড়ে দিতে প্রস্তুত ম্যানইউ। গত জানুয়ারিতে নাপোলি তাকে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নাপোলির প্রস্তাব বাতিল করে দেয় ম্যানইউ। বর্তমানে চেলসি তার প্রতি আগ্রহ দেখাচ্ছে।

Exit mobile version