গুঞ্জন ছিলো জার্মানির জনপ্রিয় ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হতে পারেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। তবে সাবেক এই মাদ্রিদ তারকা কোচকে পেতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও। তিন বছর বিরতির পর কাদের সাথে নিজের কোচিং ক্যারিয়ার ফের শুরু করবেন জিদান; সেটাই এখন দেখার অপেক্ষা।
সম্প্রতি ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেল লিপ্পিকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জিদান। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এই ফরাসি কিংবদন্তী। রিয়াল মাদ্রিদের এই সাবেক কোচ নিজের কোচিংয়ে ফেরা নিয়ে জানান, ‘কেন নয়, যেকোনো কিছু হতে পারে। এ মুহূর্তে আমি অন্য কিছু করছি কিন্তু দেখা যাক কী হয়। আমি নিশ্চিতভাবেই আবারও বেঞ্চে (কোচিং) ফিরতে চাই।’
মাঠের বাইরে থাকা জিদান এর আগে একবার ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে তাঁরা বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমের মেয়াদ বাড়ানোয় সেই সময় জিদানের ইচ্ছা পূরণ হয়নি।
মাঝে আবার ভাষা ও সংস্কৃতিগত কারণে ব্রাজিলসহ একাধিক দেশে জিদান কোচিং করাবেন না বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। শেষ পর্যন্ত আবারো কোনো একটা ক্লাবে তাঁকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা জেগেছে।