অবশেষে জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস। শনিবার সেরি-আ’তে অ্যাওয়ে ম্যাচে তারা উদিনেসকে ২-০ গোলে হারিয়েছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ পর এটা জুভেন্টাসের প্রথম জয়।
চ্যাম্পিয়ন্স লিগে হারের পাশাপাশি লিগের সর্বশেষ দুই ম্যাচে জুভেন্টাস ড্র করেছিল। লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। আবার শীর্ষ দলগুলোর মাঝে তাদের ড্র’র সংখ্যাটা বেশি। ১১ ম্যাচে পাঁচ জয়, ছয় ড্র জুভেন্টাসের। ২১ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। ১০ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে নাপোলি। ইন্টার মিলান ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের ছিল একচ্ছত্র আধিপত্য। ফলে গোল পেতে তাদের দেরি হয়নি। ১৯ মিনিটে জুভেন্টাস আত্মঘাতি গোলে এগিয়ে যায়। বিরতির আগেই ব্যবধান দ্বিগুন করে সাবেক চ্যাম্পিয়নরা। নিকোলা সাভোনা করেন গোলটি। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আধিপত্য করলেও গোলের দেখা পায়নি।
এদিকে সেরি-আ’তে দিনের অন্য এক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে এসি মিলান। অ্যাওয়ে ম্যাচে তারা মোঞ্জাকে ১-০ গোলে হারিয়েছে। বিরতির আগে একমাত্র গোলটি করেন তিজানি রেইন্ডার্স। আলভারো মোরাতার হেড মোঞ্জার গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল রেইন্ডার্স জালে পাঠান। তবে দুর্ভাগ্য মোঞ্জার। ম্যাচের শুরুতেই তারা একটা গোল পেয়েছিল। কিন্তু আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোলটি বাতিল করা হয়।
এ জয়ের ফলে এসি মিলান ১০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট টেবিলে তার উঠে এসেছে সপ্তম স্থানে।