ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে তুরস্কের মাঠে যেন একপাক্ষিক লড়াই উপহার দিল স্পেন। মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিক, পেদ্রির জোড়া গোল আর ফেরান তোরেসের এক গোলের সুবাদে লা রোহা জিতেছে ৬-০ ব্যবধানে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে হাকান চাহানোগলুর শট ঠেকিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। তবে ষষ্ঠ মিনিটে পেদ্রির দারুণ শটে এগিয়ে যায় স্পেন। এরপরই শুরু হয় টিকি-টাকার ছন্দ। ২২তম মিনিটে ছোট ছোট পাসের সমন্বয়ে গোল করেন মেরিনো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি।
বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। ৫৩তম মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন ফেরান তোরেস। মাত্র চার মিনিট পর দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। এরপর ৬২তম মিনিটে ওইয়ারসাবালের পাস ধরে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন পেদ্রি।
টানা দ্বিতীয় জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ৩ পয়েন্ট নিয়ে জর্জিয়া দ্বিতীয় আর তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে।
