স্প্যানিশ লা লিগায় মাত্র তৃতীয় ম্যাচেই পথ হারিয়েছে বার্সেলোনা। গতকাল রাতে অ্যাওয়ে ম্যাচে তারা এগিয়ে থেকেও রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এই ড্রয়ে বার্সেলোনা শীর্ষ তিন থেকে ছিটকে গেছে। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নাম্বারে নেমে গেছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনার ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেতিক ক্লাব ও ভিয়ারিয়াল। প্রথম দুটো ক্লাব শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে। তিন ম্যাচের তিনটিতে জয় তাদের। ভিয়ারিয়ালের পয়েন্ট বার্সেলোনার সমান ৭ পয়েন্ট। তবে গোল পার্থক্যে ভিয়ারিয়াল তৃতীয় স্থানে রয়েছে।
বিরতির পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সফরকারী বার্সেলোনাকে এগিয়ে নিয়েছিলেন লামিনে ইয়ামাল। এ গোলে বার্সেলোনা টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের স্বপ্ন ভেঙ্গে দেন ফ্রান পেরেজ। ৬৭ মিনিটে গোলটি করেন তিনি। ভ্যালেন্সিয়া থেকে রায়ো ভায়েকানোতে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম গোল।
বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়া এ ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছেন। বেশ কয়েকবার দলকে বিপদ থেকে রক্ষা করেছেন তিনি।
এদিনের অন্য খেলায় অ্যাথলেতিক ক্লাব ২-১ গোলে রিয়াল বেতিসকে, ইস্পানিওল ১-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে। সেল্টা ভিগো ও ভিয়ারিয়ালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















