শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার টিকিট পাবে কিনা তা নিয়েও ছিল সন্দেহ। তবে মঙ্গলবার রাতে সে সন্দেহের অনেটকা দূর করেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নেমাউথকে ৩-১ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ওমর মারমোশ, বের্নার্ডো সিলভা ও নিকো গনজালেস গোল করেছেন। বোর্নেমাউথের হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল জেবিসন। ম্যানসিটির মাতেও কোভাচিচ ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন।
৩৭ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৬৮ পয়েন্ট। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৮৩ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে।
সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে শীর্ষে পাঁচে থাকতে হবে ম্যানসিটিকে। পেপ গার্দিওলার দল বর্তমানে তৃতীয় স্থানে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা কঠিন হতে পারে। কেননা নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রথম তিনটি দলের পয়েন্ট ৬৬, নটিংহামের পয়েন্ট ৬৫। ফলে ম্যানসিটির সামনে স্থানচু্যত হওয়ার শঙ্কা রয়েছে।
১৪ মিনিটে প্রথম গোল পায় ম্যানসিটি। ওমর মারমোশ গোল করেন। বিরতির আগে বের্নার্ডো সিলভা ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান। ৮৯ মিনিটে নিকো গনজালেস করেন তৃতীয় গোল। ইনজুরি সময়ে একটা গোল ফিরিয়ে দেয় বোর্নেমাউথ
