স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের মধ্যে বড় একটা চমক তৈরি করেছিল দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান রেখেছিল নিজেদের দখলে। কিন্তু সেই চমকে কিছুটা হলেও দ্যুতি হারিয়েছে। শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ভুগছে দলটি। রোববার রাতে অপেক্ষাকৃত দুর্বল দল মায়োর্কার কাছে অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছে দলটি।
অ্যাওয়ে ম্যাচে জিরোনার দুর্বলতা ক্রমেই প্রকট হয়ে উঠছে। টানা তিন অ্যাওয়ে ম্যাচে হারের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে তাদের। অথচ তারা একটা সময় টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল। সপ্তাহ তিন আগে রিয়াল মাদ্রিদের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই তাদের জয়যাত্রা থমকে পড়েছে। ওই ম্যাচের পর পাঁচ ম্যাচে মাত্র একটাতে জয় পেয়েছে।
এ ম্যাচে হার সত্ত্বেও জিরোনা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৫৯ পয়েন্ট তাদের। রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন তাদের পয়েন্টের ব্যবধান সাত।
এ ম্যাচে যোগ্য দল হিসেবে মায়োর্কা জয় পেয়েছে। তারা কাউন্টার অ্যাটাকে বড় ধরণের সাফল্যের পরিচয় দেয়। তারই সুবাদে জয় তুলে নেয়।